মা হচ্ছেন এমা স্টোন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ অনলাইন ডেস্ক ; মার্কিন অভিনেত্রী এমা স্টোন গত বছর বিয়ে করেছিলেন কমেডিয়ান ডেভ ম্যাকক্যারিকে। এবার নতুন অতিথি আসছে তাদের সংসারে। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন এমা। এমন তথ্যই প্রকাশ করেছে বিদেশি একাধিক গণমাধ্যম। ৩২ বছরের বয়সী এ অভিনেত্রীকে ‘বেবি বাম্প’ সহ দেখা গেছে লস অ্যাঞ্জেলসের রাস্তায়। সেখানে ডেইলি মেইলের ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন তিনি। যদিও মা হওয়ার বিষয়ে এখনও কিছুই জানাননি ‘লা লা ল্যান্ড’ সিনেমার এ অভিনেত্রী। তবে মা হওয়ার বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমকে এমার ঘনিষ্ঠ সূত্র জানায়, মা হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত এমা। ক্রমেই তিনি আরও রূপবতী হয়ে উঠছেন। নিজের ও সন্তানের স্বাস্থ্য ঠিক রাখতে নিজের পরিচর্যাও করছেন। ২০০৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন এমা। মঞ্চ নাটক দিয়ে যাত্রা শুরু। টেলিভিশন হয়ে থিতু হয়েছেন বড়পর্দায়। দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমা। অর্জন করেছেন অসংখ্য সম্মানা। ২০১৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিলেন এমা। দীর্ঘদিন প্রেম করে ২০১৯ সালের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এমা ও ডেভ ম্যাকক্যারি। টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ পরিচালনা করেন ডেভ। এই অনুষ্ঠানের মাধ্যমে এমা ও ডেভের পরিচয়। তারপর বন্ধুত্ব, শেষে এক হয় চার হাত। Related posts: সিনেমা হল খোলার সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর: তথ্যমন্ত্রী ছয় দফা বাঙ্গালীর “স্বাধীনতার সনদ” : শেখ হাসিনা বছরে ১০ কোটি টাকা আয় তাপসের, মামলার আসামি ইশরাক হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা কর্মীকে দামি গাড়ি গিফট দিলেন জ্যাকুলিন সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে: জয়া আহসান শাহরুখ-কাজলকে সম্মান জানিয়ে টুইটারে নতুন ইমোজি মাদকাসক্ত কঙ্গনাকে কেন সমন পাঠানো হচ্ছে না, প্রশ্ন নাগমার ‘ক্লিন’ রেজাউলের বিপরীতে ৪৮ মামলার আসামি শাহাদাত বিরামপুরে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন-মেয়র লিয়াকত আলী এক গানের জন্য দেড় কোটি টাকা নিচ্ছেন দিশা SHARES Matched Content বিনোদন বিষয়: এমা স্টোনমা হচ্ছেন