চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে আগামী ১৭ মার্চ তাঁর জন্ম দিবস পর্যন্ত ‘মুজিব বর্ষ’র ক্ষণ গণনা শুরু হবে।

এজন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপন করা হচ্ছে ক্ষণ গণনা মেশিন। ১০ জারুয়ারি থেকে এ মেশিনের সাহায্যে ক্ষণ গণনা শুরু হবে। এ সময়ে প্রতিদিন সম্ভাব্য বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে. এম. তাজকির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সরকার দেশের প্রতিষ্ঠাতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রীস্টাব্দের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০-২১ খ্রীস্টাব্দকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন সরকার।