গৌরীপুরে আওয়ামীলীগের উদ্যোগে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
????????????????????????????????????

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজিব, উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ, মোকাম্মেল হক তালুকদার, আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম রাকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।