কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও উপকরণ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ আতিয়ার রহমান,খুলনা : মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা (হেলথ ক্যাম্প) কার্যক্রম এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ গতকাল সোমবার দুপুরে খুলনা নগরীর শহিদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, মহিলা নেত্রী বলাকা রায়, আঞ্জুমান আরা প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের যতœবান হওয়া প্রয়োজন। সন্তান যেন খারাপ পথে না যায় সে দিকে অভিভাবকদের বেশি খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে প্রায় চার হাজার ভাতাভোগী রয়েছে।অনুষ্ঠানে ১৬ থেকে ২৮ নম্বর ওয়ার্ডের প্রায় আটশ জন মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরে মা ও শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। Related posts: ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা সভাপতি ফরিদ সম্পাদক আনিছ নতুন বইয়ের উৎসবে খুলনার শিক্ষার্থীরা নওগাঁয় একুশে পরিষদের বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ পরিবর্তনের জন্য প্রয়োজন দেশপ্রেম, টিমওয়ার্ক, প্রতিজ্ঞা ও আন্তরিকতা হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো শিক্ষা বৃত্তি, উপকরণ ও বাইসাইকেল খুলনায় করোনাকালে কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উদযাপন গৌরীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো শিক্ষা বৃত্তি, উপকরণ ও বাইসাইকেল ধোবাউড়ায় তদারকি না থাকায় মহিলা মার্কেট এখন পুরুষদের দখলে খুলনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ খুলনায় বর্ণিল আয়োজনে মুজিববর্ষ পালনের উদ্যোগ ব্যানার ফেস্টুনে সেজেছে নগরী মাসিক টিকাদানের হার বেড়ে প্রাক-কোভিড-১৯ পর্যায়কে ছাড়িয়েছে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: উপকরণ বিতরণকর্মজীবীবিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানমহিলাদেরল্যাকটেটিং