মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; মঙ্গলবার ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকার বসুন্ধরা গলি, নিউমার্কেট এলাকায় গ্যাসের পাইপলাইন নির্মাণকাজের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৪ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- নিউ মার্কেট, গাউছিয়া, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল এবং এর আশেপাশের এলাকার শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির সব প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা গলি, নিউমার্কেট এলাকায় গ্যাস পাইপলাইন নির্মাণকাজের জন্য কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।