ফসলি জমিতে পুকুর খনন করা বন্ধ করল ইউএনও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ অনলাইন ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে শ্রেণি পরিবর্তন করে ফসলি জমিতে পুকুর খনন করে তোলা মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ওই জমির মালিককে সর্তক করে বন্ধ করে দেওয়া হয় পুকুর খনন কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম হাবিবুল হাসান। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ১০ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি রয়েছে। শ্রেণিভেদে প্রায় সব জমিতেই সারা বছরই কোন না কোন ফসলের আবাদ করেন কৃষকেরা। স্থানীয় কিছু মাটি ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পড়ে তাদের ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। মাটি ব্যবসায়ীরা প্রতি গাড়ি (ট্রাক্টর) ৫০০ থেকে ৬০০ টাকায় উপজেলার ইটভাটা সহ বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঠানধারা গ্রামের কৃষক মিঠু হোসেনের মাঠে ইরি বোর আবাদের ২২ শতক জমি রয়েছে। তিনি মাটি ব্যবসায়ীদের খপ্পরে পড়ে তার ওই জমিতে পুকুর খনন করে নিচ্ছেন। আর মাটি গুলো বাহিরে বিক্রি করে দিচ্ছেন। মাঠের এসব পুকুরের পাড়ের কারনে স্বাভাবিক পানির গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়েই কেউ কেউ মাটি ব্যবসায়ীদের কাছে পাশের জমিতেও পুকুর খনন করে নিচ্ছেন। সরেজমিনে শনিবার বিকেলে পাঠান ধারা গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের মিঠু হোসেনের ফসলি জমিতে মাটি খনন যন্ত্র (এক্সেভেটর) দিয়ে পুকুর খনন করা হচ্ছে। আর পুকুরের মাটি ট্রাকে করে অন্যত্র বিক্রি করা হচ্ছে। ওই কাজের দেখা শোনা করার জন্য তারেক হোসেন নামে এক সেখানে দায়িত্বে রয়েছেন। সেখানে গ্রাড়ি (ট্রাক্টর) প্রতি ৪৫০ থেকে ৫০০ টাকায় মাটি বিক্রি করা হচ্ছে। জমির মালিক মিঠু হোসেন বলেন, ‘আমার ওই জমিতে তেমন ফসল হয় না। তাই জমিতে পুকুর খনন করছি। তবে আমি মাটি বাহিরে বিক্রি করিনি। গতকাল শনিবার দুপুরের পরে ইউএনও সার লোক পাঠিয়ে দিয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছেন।’ পাঠানধারা গ্রামের ৫-৭ জন কৃষক জানান, মাঠের বিভিন্ন জমি থেকে মাটি ব্যবসায়ীরা মাটি কেটে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে পুকুর খনন করার বিনিময়ে মাটি ব্যবসায়ীদের কাছে দিয়ে দিচ্ছেন। একটি ফসলির জমির পাশে পুকুর খনন করা হলে কয়েক বছর পর ওই পুকুরের পাড় ভেঙে হুমকিতে পড়ে পাশের ফসলি জমি। ফলে বাধ্য হয়ে ওই কৃষকও পুকুর খনন করতে বাধ্য হচ্ছে। Share this:FacebookX Related posts: কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ধুনটের ইউএনও অবশেষে সেই বৃদ্ধার বাড়িতে গেলেন ইউএনও সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে মৃত্যুতে তিনটি বাড়ি লকডাউন সাপাহারে খাদ্যমন্ত্রীর ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ চাঁপাইনাবাবগঞ্জে সীমান্তের শূন্য রেখায় পাঁচ বিঘা এলাকাজুড়ে গাঁজা চাষ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল প্রায় ফাঁকা চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম লাল গেঞ্জি উড়িয়ে কয়েকশ যাত্রীর প্রাণ বাঁচাল কিশোর SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউএনওপুকুর খনন করাফসলি জমিতেবন্ধ করল