ট্রেনের টিকিট কালোবাজারির সময় আখাউড়ায় আটক ৩

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে চিহ্নিত তিন টিকিট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের জওয়ানরা। শনিবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় টিকিট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন- পৌরশহরের দেবগ্রামের মৃত আব্বাস মিয়ার ছেলে শাহেন শাহ শিপু (৪৬), রাধানগর গ্রামের মৃত আব্দুল আউয়াল ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৩৮) এবং উপজেলা মোগড়া ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৩৬)।

ভৈরব র‌্যাব-১৪, সিপিসি-৩ সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে আখাউড়া হয়ে ঢাকা ও আখাউড়া হয়ে চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিভিন্ন ট্রেনের ৯৮ আসনের টিকিট উদ্ধার করা হয়। এসময় টিকিট বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করে র‌্যাব।

ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনতে ট্রেনের টিকেট কালোবাজারী চক্রের ওপর র‌্যাবের নিরবিছন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। পরে ক্রেতা সেজে তাদের থেকে টিকিট ক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয় ওই তিন শীর্ষ টিকিট কালোবাজারিকে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত।