শীতের বিকেলে পাতে রাখুন মুচমুচে চিড়ার সমুচা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ লাইফস্টাইল ডেস্ক :চিড়া খেতে সবাই কম-বেশি পছন্দ করেন। অবসরে খাবারটি খেলে সময় বেশ ভালোই কাটে। চিড়া দিয়ে নানা পদ তৈরি করা যায়। অনেকেই হয়তো চিড়ার তৈরি বিভিন্ন পদ খেয়েছেন! তবে কখনো কি চিড়ার তৈরি সমুচা খেয়েছেন? মুখরোচক এ স্ন্যাকস অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় বেশ মানিয়ে যায়। এ রেসিপি তৈরি করতে সময় খুবই কম লাগে। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব চিড়ার সমুচা- উপকরণ ১. এক কাপ চিড়া ২. সমুচার পেটি ৮টি ৩. ২টি পেঁয়াজ কুচি ৪. পরিমাণমতো লবণ ৫. এক চা চামচ মরিচের গুঁড়া ৬. এক চা চামচ চাট মশলার গুঁড়া ৭. এক টেবিল চামচ ধনেপাতা কুচি ৮. আস্ত জিরা এক চা চামচ ৯. জিরার গুঁড়া এক চা চামচ ১০. এক চিমটি চিনি ১১. কাচা মরিচ কুচি ১২. এক চা চামচ আদা কুচি ১৩. ময়দা ২ টেবিল চামচ পদ্ধতি প্রথমে সমুচার পুর তৈরি করার পালা। এজন্য চিড়ার সঙ্গে সব উপকরণ যেমন- লবণ, মরিচের গুঁড়া, চাট মশলা একসঙ্গে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে ধনেপাতা কুচি, আস্ত জিরা, জিরার গুঁড়া, চিনি ও কাচা মরিচ কুচির সঙ্গে সামান্য পানি দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিয়ে চিড়ার পুর তৈরি করতে হবে। এবার একটি প্যানে পরিমাণমতো তেল হালকা আঁচে গরম করতে থাকুন। পাশাপাশি ময়দার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সমুচার পেটি ময়দার পেস্ট দিয়ে তিন কোণা আকৃতির তৈরি করুন। এবার এর মধ্যে পুর ভরে পুনরায় ময়দার মিশ্রণের সাহায্যে সমুচার মুখ বন্ধ করে দিন। এদিকে প্যানে গরম হওয়া তেলের মধ্যে সমুচাগুলো ছেড়ে দিন। হালকা আঁচে ভাজতে থাকুন। একপাশ হালকা বাদামি রঙা হলে অপর পাশ উল্টে দিন। এভাবেই তৈরি হয়ে যাবে মুচমুচে সমুচা। সবগুলো সমুচা ভাজা হয়ে গেলে গরম গরম একটি সার্ভিং বলে পরিবেশন করুন। টমেটো সস ও ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতে ভুলবেন না যেন! Share this:FacebookX Related posts: শীতের শ্বাসকষ্টে আরও ৩ জনের মৃত্যু ঝালকাঠিতে শীতের সাথে বাড়ছে রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কফি প্রতিদিন ৪ টি করে কাজু বাদাম খেলে যা হয় জেনে নিন আলিঙ্গনের উপকারিতা বিকেলে ছাত্রলীগের আলোচনা সভা, প্রধান অতিথি শেখ হাসিনা চায়ে গুড় মিশিয়ে খাবেন যে কারণে যে ৩ ধরনের ডাল খেলে কমবে ওজন নাক বন্ধের সমস্যা দূর করার উপায় হাত থেকে মেহেদি তোলার সহজ উপায় শীতকালে ঠান্ডা-কাশি সারাবে তুলসি পাতা দ্রুত ওজন কমাতে রসুন খাবেন যেভাবে SHARES Matched Content লাইফস্টাইল বিষয়: চিড়ারপাতেবিকেলেমুচমুচেরাখুনশীতেরসমুচা