পাখি শিকার বন্ধে ৫০ তরুণের ৫০ কিলোমিটার সাইকেল র‌্যালী

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :“পাখি শিকার দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকি” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে দ্বীচক্র সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধের ৫০ তম বছরে ৫০ জন তরুণ ৫০ কিলোমিটার সচেতনতামূলক সাইকেল র‌্যালী করেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলা চত্ত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে শুরু করে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বর ও ময়নামতির চর হয়ে আবার বোদায় এসে শেষ হয় র‌্যালীটি। দেবীগঞ্জ বিজয় চত্ত্বরে যাত্রাবিরতিতে তরুণদের অনুপ্রেরণা দেবার জন্য সাইকেলে করে উপস্থিত হোন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। যাত্রা পথে তারা বিভিন্ন স্থানে পাখি শিকার বন্ধে ক্যাম্পেইন করে।

যাত্রাবিরতি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার। এসময় বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক মোহাম্মদ বাচ্চু মিয়া, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) ও হিমালয়কন্যা থিয়েটারের সংগঠক নাট্যকর্মী সিজুল ইসলাম, বোদা মা মোবাইল জোন এর স্বত্তাধিকারী ওমর ফারুক, দ্বীচক্র সংগঠনের প্রধান উদ্যোক্তা মোফাচ্ছেরুল আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে তরুণদের এই উদ্যোগে স্পন্সর করেছেন বোদা বাজারের মা মোবাইল জোন। সাইকেল র‌্যালীতে সহযোগী হিসেবে দ্বীচক্র সংগঠনের সাথে ছিল হিমালয়কন্যা থিয়েটার।