‘পৌর নির্বাচনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখান করেছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবারের পৌর নির্বাচনেও বিএনপিকে প্রত্যাখান করেছে ভোটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণেই মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই ভোট শুধু নৌকার বিজয় নয়, এটি উন্নয়নের বিজয়। শুক্রবার সন্ধ্যায় বিজয় মেলা মাঠে মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিসহ অনেকেই নিরাপদে ঘরে বসে শুধু সমালোচনা করতে পারে। কিন্তু দেশের করোনা ক্রান্তিকালে তাদেরকে মানুষের পাশে দেখা যায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদেরকে প্রত্যাক্ষান করেছে। আগামীতেও দেশে অনুষ্ঠিত সকল নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতেৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল অবস্থানে রয়েছে। যে কারণে দেশের অর্থনীতির সূচক অনেক ভাল রয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত পৌর মেয়র রমজান আলীসহ নির্বাচিত কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। Share this:FacebookX Related posts: করোনা মোকাবিলায় বিএনপিকে পাশে পাওয়ার আশা কাদেরের বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতায় জাতির কাছে ক্ষমা চান- বিএনপিকে তথ্যমন্ত্রী কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকের কাজ নয় : হাছান কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের মাঠে নয়, বিএনপি শুধু টিভিতেই সাহারা খাতুনের মরদেহ আসছে রাতে, বনানীতে দাফন বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: পৌর নির্বাচনেবিএনপিকেভোটাররা প্রত্যাখান করেছে’