মাশরাফিকে ব্যাটিং-য়ে পাঠালো মুশফিক! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ ক্রীড়া ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএল’র সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে ম্যাচের টসে। দুপুর ১ টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা হয় ২ টা ২০ মিনিটে।এদিকে টসে জিতে মাশরাফির টিম ঢাকা প্লাটুনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।টুর্নামেন্টে দল দুটির মধ্যকার এটাই প্রথম ম্যাচ। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচ জয়ের ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে খুলনা। এক ম্যাচ বেশি খেলা ঢাকার পয়েন্টও ১০। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থস্থানে আছে মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটকিপার), মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুমিনুল হক, হাসান মাহমুদ, আরিফুল হক, মেহেদী হাসান, আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, থিসারা পেরেরাখুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজিবুল্লাহ জাদরান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও তানভির ইসলাম Share this:FacebookX Related posts: দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেব খেলাধূলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী বগুড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুব ক্রিকেটার তামিম-হৃদয় বন্ধ হয়ে গেল বিসিবি অফিস, বাড়িতে বসে কাজ করার পরামর্শ করোনায় আক্রান্ত মাশরাফী বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ মালান-আমিরদের অধিনায়ক নাসির টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি ১৭ রানে হার বাংলাদেশের SHARES Matched Content খেলাধুলা বিষয়: -য়েপাঠালোব্যাটিংমাশরাফিকেমুশফিক!