যে কারণে ‘বাংলা’ শিখছেন অমিত শাহ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বাংলা ভাষা শিখছেন। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গ দখল করার জন্যই তার এই বাংলা শেখার তোড়জোর। কারণ সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হলে বাংলা জানা খুব জরুরি বলে মনে করছেন এই নেতা।অমিত শাহ গুজরাটি হলেও তার জন্ম মুম্বাইয়ে। গুজরাটির পাশাপাশি তিনি হিন্দি বলতে পারেন। কিন্তু বাংলা একেবারেই বলতে পারেন না আর বুঝেন না।আগামী ২০২১ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন। এর আগেই তিনি বাংলাটা শিখে নিতে চান।পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের মুখ থেকে সরাসরি তিনি কথা শুনতে চান এবং বুঝতে চান। এছাড়া বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট তিনি নিজেই পড়তে চান। তাই বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ।

জানা গেছে, দফতর ও দলের কাজ সামল দিয়েও অমিত শাহ এখন নিয়মিত সময় বের করে বাংলা শিখছেন। শুধু তাই নয়, বাংলা বলা এবং বোঝার জন্য তিনি একজন শিক্ষকও রেখেছেন। বাংলায় পারদর্শী একজনকে ‘মাস্টারমশাই’ হিসেবে নিয়োগ করেছেন এই কট্টর হিন্দুত্ববাদী নেতা।অমিত শাহের বাংলা শেখার খবর শুনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলছেন, ওনার বাংলা শেখার কোনো দরকার নেই। কারণ এখানকার বাঙালি নেতারা ভালো করেই হিন্দি বুঝতে পারেন।পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায়। শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলে আসছেন তিনি। এ কারণে মোদি-অমিত জুটি চান পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বসাতে। সে পরিকল্পনায় কিছুটা হলেও এগিয়েছেন তারা। কারণ গত নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন বেড়েছে, কমেছে বাম ও তৃণমূলের আসন।এখন মোদি-অমিত শাহ চান গোটা পশ্চিমবঙ্গ বিজেপির দখলে নিতে। আর সে কারণেই বাংলা শেখাসহ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন বিজেপি।