মৃত ব্যক্তিকে পুলিশের নোটিশ!

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ছয় বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন বান্নে খান। তবে পুলিশের কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন প্রয়াত বৃদ্ধের পরিবার। বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে তার নামে চিঠি পাঠিয়েছে পুলিশ!এমন কাণ্ড ঘটিয়েছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ করায় ওই মৃত বৃদ্ধের নামেও চিঠি পাঠানো হয়েছে।দেশটির সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত সপ্তাহ থেকেই উত্তাল উত্তরপ্রদেশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় বহু প্রাণহানিও হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, যারা সরকারি সম্পত্তি ভাংচুর করেছে তাদের ছাড় নয়। প্রয়োজনে খুঁজে খুঁজে ক্ষতিপূরণ আদায় করা হবে।

পুলিশ ২০০ জন বিক্ষোভকারীকে শনাক্ত করে তাদের বাড়িতে নোটিশ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে বান্নের পরিবারের সদস্যরাও। অথচ এই বান্নে মারা গেছেন ছ’বছর আগে।বান্নের ছেলে মো. সরফরাজ খান জানান, নোটিশে লেখা রয়েছে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ও ১১৬ ধারায় তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে তাকে অবিলম্বে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। জামিন পেতে ১০ লাখ টাকা দিতে হবে।