সেনাবাহিনী কর্তৃক দুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কাহারোলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গরীব ও দুস্থ্য মানুষের মাঝে চিকিৎসা সেবা-শীতবস্ত্র বিতরন করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সংলগ্ন রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী ১৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১১ ইষ্ট বেঙ্গল এর সার্বিক তত্ত্বাবধানে ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং সিএমএইচ, খোলাহাটি সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক কোভিট-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে অত্র উপজেলার গরীব ও দুস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করেছেন। সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১১ ইষ্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম পিএসসি এর নেতৃত্বে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মেজর মো. সৌমিক হাসান, লেঃ শাহ আব্দুল আউয়াল হাসেমী এবং ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ লেঃ কর্নেল মেহেরিন মাজেদ, চক্ষু বিশেষজ্ঞ মেজর তামান্না আফরিন খান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন জারিফ হোসেন খান সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠিত ক্যাম্পেইনে সময় লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রচন্ড শীতের মধ্যে গরীব ও দুস্থ্য রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র প্রদান করায় তারা বহুলাংশে উপকৃত হবেন। ভবিষ্যতেও দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর উপর অর্পিত সকল প্রকার দায়-দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি বলে তিনি উল্লেখ করেন। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে পঞ্চগড়ে আদিবাসী পল্লীতে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সেবা রংপুর মেডিক্যালে স্থাপিত হলো করোনা শনাক্তকরণ মেশিন পিসিআর হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের বিক্ষোভ এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার- শিবলী সাদিক এমপি পঞ্চগড়ে প্রায় দু’শতাধিক শিশুর মাঝে ত্রাণ বিতরণ ফেনসিডিলসহ দুই নারী আটক পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: চিকিৎসা সেবাদুস্থ্যদের মাঝেশীতবস্ত্র বিতরণসেনাবাহিনী কর্তৃক