ঘোড়াঘাট কামান ডোবাঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামান ডোবাঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। মঙ্গলবার বিকেল ৩টায় ব্রীজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুদ্দিন, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল সহ অনেকে।

কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতাবগঞ্জ এম আই গ্রুপ জানান, সার্পোটিং রুরাল ব্রীজ প্রকল্পের অধিন ৭২ মিটার গ্রাডার ব্রীজটিতে ব্যয় হবে ৪ কোটি ৮৩ লাখ টাকা।