পর্যাপ্ত করোনা টিকা পাওয়ার মূল বাধা ভারত : ডা. জাফরুল্লাহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দেশের অধিকাংশ লোক করোনাভাইরাসের টিকা পাবে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশে পর্যাপ্ত করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত।’ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘এই টিকা খুব কঠিন কিছু না। আমাদের দেশের একটা কোম্পানিও করোনার ভ্যাকসিন বানাচ্ছে। তাদেরটা এখনও পরিপূর্ণ হয়নি।’ টিকা প্রাপ্তিতে সরকার নোবেল বিজয়ী ড. ইউনুসকে কাজে লাগাতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ড. ইউনুস যদি চান নিরাপদে আমরা ভ্যাক্সিন তৈরির সুযোগ পাবো। আমি নিশ্চিত সরকার যদি ড. ইউনুসকে অনুরোধ করেন তাহলে তিনি অক্সফোর্ড ভ্যাকসিনমের তথ্য পেতে সাহায্য করতে পারবেন। কম্পোলসারি লাইসেন্সের আওতায় অক্সোফোর্ডের ভ্যাকসিনের সব তথ্য আমরা পেতে পারি এবং আমাদের দেশে আগামী ৬ মাসের মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতে পারে। কিন্তু এটার মূল বাধা ভারত।’ ‘অক্সফোর্ডের সঙ্গে ভারতের সেরাম ইন্সটিটিউটের একটা চুক্তি রয়েছে যে অক্সফোর্ড এই ফর্মূলা এশিয়া অঞ্চলের কাউকে দিতে পারবে না। ভারত বন্ধুর আদলে মহাজনি প্রথা চালু রাখছে এখনও। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ তারা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহোযোগিতা করেছেন। কিন্তু তারা দয়া করেন নাই, তারা নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন। ভারত রক্ষার জন্য ২৫ বছর তাদের যেই ব্যয় হতো, বাংলাদেশ রক্ষার ফলে তারা এক বছরে তা উঠিয়ে নিয়েছেন। তারা আমাদেরকে কী দিয়েছে? আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের মিথ্যাচারে রহিত করেছে, যোগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা মেজর (অব.) সরওয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি ইউনুস মৃধা প্রমুখ। Share this:FacebookX Related posts: ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ ‘ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের কোন প্রয়োজন ছিল না’ ভারতের মরণোত্তর ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন মোয়াজ্জেম আলী ৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইনসহ করোনা সামগ্রী দিল ভারত ভারত থেকে আরও ২২১ বাংলাদেশি দেশে ফিরলেন করোনা মোকাবিলায় বাংলাদেশকে তৃতীয় দফায় সহায়তা সামগ্রী দিল ভারত প্রতিটি সাংবাদিককে ২০ হাজার করে টাকা প্রণোদনা দিন: ডা. জাফরুল্লাহ নাসিমকে শ্রদ্ধা জানাতে বনানীতে গেলেন ডা. জাফরুল্লাহ ভারত হারালো বিজ্ঞ নেতাকে বাংলাদেশ হারালো আপনজনকে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত SHARES Matched Content জাতীয় বিষয়: ডা. জাফরুল্লাহপর্যাপ্ত করোনা টিকাপাওয়ার মূল বাধাভারত