বৃষ্টিতে দুর্ভোগে ঢাকাবাসী, আবহাওয়া দিল ভয়ঙ্কর তথ্য

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীতে পৌষ মাসের শীত সঙ্গে বৃষ্টি, এতে চরম দুর্ভোগে ঢাকাবাসী। এর বাইরে রাস্তায় নেই তেমন কোন গাড়ি। সবমিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকার জনগণ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা অব্যাহত রয়েছে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০.৩০ টা পর্যন্তও।এদিকে বৃষ্টির কারণে রাজধানীতে সকালবেলায় ছিল আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে বৃষ্টি অন্যদিকে গণপরিবহন সংকট- এর মধ্যে ভয়ঙ্কর বার্তা দিল আবহাওয়া। মনোয়ার হোসেন (আবহাওয়াবিদ) বলেন, শনিবার (৪ জানুয়ারি) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে হতে পারে বৃষ্টি।

এসময় তিনি শৈত্যপ্রবাহের ব্যাপারেও বলেছেন, মনোয়ার হোসেন বলেন, বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী রোববার (৫ জানুয়ারি) থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা। এই কারণেই মূলত এই বৃষ্টি।এদিকে আজকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় জমেছে পানি। এতে ভোগান্তি চরমে। রাজধানীর মিরপুর, কল্যাণপুর, কুড়িল, বিশ্বরোর্ড, পোস্তগোলা, জুরাইন, দোলাইপাড়, ওয়ারী, গুলিস্তান, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে।আজ চলমান বৃষ্টিতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।