‘চেষ্টা করেও আ. লীগকে কেউ ধ্বংস করতে পারেনি’

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অত্যাচার-নির্যাতন করেও আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি। তাদের চেষ্টাই ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা। তবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি।শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভায় তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যদি কেউ রাজনীতি শিখিয়ে থাকে, সেটা ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগই করেছে।

এসময় বহু ত্যাগের বিনিময়ে তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন, জনগণ তা বুঝতে পেরেছে।ক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত ২০ ও ২১ ডিসেম্বর ক্ষমতাসীন দলটির সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির এটাই প্রথম যৌথ সভা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এই বৈঠকটি তাকে উৎসর্গ করা হয়েছে।