মাইকে ঘোষণা দিয়ে ব্যর্থ প্রেমিকের বিষপান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে মাইকে ঘোষণা দিয়েই বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক।বুধবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামে এই ঘটনা ঘটে।নিহত যুবকের নাম হৃদয় (২৩)। তিনি স্বল্প পেন্নাই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হৃদয় এলাকার এক মেয়েকে ভালোবাসতেন। ভালোবাসার মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করা হয়েছে। এমন খবর পেয়েই বিষপান করে বাড়ি যাওয়ার রাস্তা লুটিয়ে পড়েন। এমন অবস্থায় তার মা গিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকা পাঠানোর কথা বলা হয়। পরে ঢাকা নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তার। হৃদয়ের মা রফেজা বেগম জানান, কি কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি কিছুই জানেন না। তবে মৃত্যুর আগে সন্ধ্যায় গ্রামের মসজিদের মাইকে নিজেই নিজের মৃত্যুর খবর দেন হৃদয়।মাইকের ঘোষণায় বলা হয়, তমিজ উদ্দিনের ছোট ছেলে হৃদয় মৃত্যু বরণ করেছে, রাতেই তার জানাজা। এমন ঘোষণা করেই বিষপানে আত্মহত্যা করেন হৃদয়।তিনি বলেন, অনেকে এটাকে পাগলামি মনে করেছেন। আমার ছেলে এভাবে আত্মহত্যা করবে তা ভাবি নাই। Share this:FacebookX Related posts: ৩৫টি ট্রেনের সময়সূচি পরিবর্তন ২০১৯ সালে সড়কে ঝরেছে ৭৮৫৫ প্রাণ দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার একুশে পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে অপপ্রচার বন্ধে টিভি চ্যানেল মনিটরিংয়ের দায়িত্বে ১৫ কর্মকর্তা মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু ঢাকার পর চট্টগ্রামে, সর্বনিম্ন ময়মনসিংহে আল্লামা শফীর অবস্থা সংকটাপন্ন ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার তিন ফসলী জমি ধ্বংস করে বিদ্যুৎ প্রকল্প নয়: এমপি মাসুদ চৌধুরী শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন SHARES Matched Content জাতীয় বিষয়: দিয়ে ব্যর্থপ্রেমিকেরবিষপানমাইকে ঘোষণা