একসঙ্গে ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে কুকুর বাঁধার চেইনে একটি মেয়েকে বেধে এনে ২০১৭ সালে তিনি সমালোচনার শিকার হন। পরে এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তার সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন। অনেকে তার এই কাজকে ‘একই পাগলামি’ হিসাবে আখ্যা দিয়েছেন। এবার ছয় গর্ভবতী নারীকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সেই যুবক। প্রিটি মাইক নামে এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি প্রকাশ করা হয়। তিনি দাবি করেন, ওই ছয়জনই গর্ভে তার সন্তান ধারণ করছেন। ঘটনাটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার এবং প্রিটি মাইক নামে ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মালিকের আসল নাম মাইক ইজে-নওয়ালি নুয়োগু। তিনি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের একটি নাইট ক্লাবের মালিক। প্রিটি মাইক ইনস্টাগ্রামে তার আড়াই লাখ ফলোয়ারকে জানান, ‘কোনো কারসাজি নয়… আমরা আমাদের জীবনের সেরা সময় যাপন করছি’। ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্রিটি মাইকের এর আগে একাধিক গার্লফ্রেন্ড ছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি পাঁচজন নারীকে নিয়ে বিয়ের পোশাকে পোজ দিয়েছিলেন। ছবির নিচে তিনি লিখেন, ‘আমার তিনজন গার্লফ্রেন্ড এবং দুজন এক্সকে (সাবেক প্রেমিকা) বিয়ে করা আমার স্বপ্ন। তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন থাকে এবং আমাদের সবার কল্পনা থাকে।’ Related posts: শার্শায় কন্যা সন্তানকে হত্যার পর গর্ভবতী মায়ের আত্মহত্যা বিয়ের ধুম পড়েছে চীনের উহানে ময়মনসিংহে এক নারীকে ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগ তাহিরপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ! চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বার বিয়ে করে স্ত্রী-সন্তানকে অস্বীকার গৌরীপুরে ম্যাজিস্ট্রেটকে স্বামী হিসেবে পেতে একাধিক নারীর আন্দোলন মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর পরিকল্পনা নরেন্দ্র মোদির পঞ্চগড়ে দরিদ্র গর্ভবতী মায়েদের দুধ-ডিম বিতরণ এনআরসির প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না : শ্রিংলা ‘ক্লিন’ রেজাউলের বিপরীতে ৪৮ মামলার আসামি শাহাদাত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেতার টেলিভিশনে দেয়া প্রধানমন্ত্রী ভাষণের পূর্ণ বিববরণ করোনার কালো থাবায় কন্যা শিশুরা SHARES Matched Content বিচিত্র-সংবাদ বিষয়: একসঙ্গে ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়েবিয়ের আসরে স্বামী