দুই বাংলাদেশিকে আটকে ভারতীয় গরু ফেরত দিলো বিজিবি

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চুরির ঘটনায় দু’জনকে আটক করে ভারতীয় দুটি গরু বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪০ এর সাব পিলার ৩ এসের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী গ্রামের এরশাদ আলী (৩৬) ও একই গ্রামের হাসান আলী (২২)।

বিজিবি ও সীমান্তবাসী জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪০ এর সাব পিলার ৪ এস থেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী কাঁটাতারের বাইরে দ্বিতীয় খন্ড সিউটি-২ গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার লাল রং এর গাভীসহ বাছুর চুরি হয়। এ বিষয়ে সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানান গরুর মালিক।

পরে বিএসএফ বিজিবিকে বিষয়টি জানালে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আটককৃতদের বাড়ি থেকে ভারতীয় গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি সদস্যরা গরু চুরির অপরাধে এরশাদ ও হাসানকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ সময় বিজিরির পক্ষে নেতৃত্ব দেন কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল আহসান ও ভারতীয় সেউটি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আর কে জোসি।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।