চিতলমারীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর বিশ^জিৎ মন্ডল (২৪) নামের এক কলেজ ছাত্রের সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। সে চিতলমারীর সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বনোজ মন্ডলের পুত্র। শুক্রবার বেলা ১০টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনা যাবার পথে এ ঘটনা ঘটে। বিশ^জিৎ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বাংলা বিভাগের মাস্টার্স এর ছাত্র ছিল। সে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স পাশ করেছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিশ^জিৎ চাকরী পরীক্ষায় অংশগ্রণের উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাস ও মহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সে মারাত্মকভাবে আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত দেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।