করোনার নতুন স্ট্রেইনের ৭টি লক্ষণ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : পুরো ইউরোপ এখন আতঙ্কে রয়েছে করোনাভাইরাসের নতুন ধরনে। ভ্যাকসিনের খবরটি সবার আশা জাগালেও বার বার হতে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি। বিপরীতে প্রাণঘাতী এ ভাইরাসের সাথে জয়ী হতে লড়াই করে যাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা। ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও জানা গেছে নতুন স্ট্রেইনের আরো সাতটি নতুন লক্ষণের কথা।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে। ফলে ভাইরাসটি মানুষের মধ্যে খুব দ্রুত ছড়াচ্ছে। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭টি নমুনার মিউটেশন পাওয়া গেছে। এতে ভাইরাসটি আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। ফলে ভাইরাসটি আগের তুলনায় অনেক বেশি গতিতে ছড়াচ্ছে।

নতুন এ স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও যুক্ত হয়েছে আরো বেশ কিছু লক্ষণ। নতুন লক্ষণ গুলো হলো:-

ক্লান্তি

ক্ষুধামন্দা

মাথা ব্যাথা

ডায়েরিয়া

মানসিক বিভ্রান্তি

পেশী ব্যাথা

স্কিনে র‌্যাশ ওঠা

কিংস কলেজের গবেষকদের মতে, ‘যদি আপনার কোনো লক্ষণ দেখা দেয়, তবে হতে পারে আপনার করোনা হয়েছে, কোনো ঝুকি না নিয়ে দ্রুত বাসায় অবস্থান করে আইসোলেশনে থাকুন এং যত দ্রুত সম্ভব টেস্ট করুন।’ সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।