পৌরসভার ভোট নিয়ে ঈশ্বরদী আ.লীগের বিশেষ বর্ধিতসভা

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ বকুল, পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সৈয়দ আলী জিরু।

মনোনীত মেয়র প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা এসময় উপস্থিত ছিলেন।

তিনি পৌর নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, ভোটে জয়যুক্ত হলে তিনি ঈশ্বরদী পৌরসভাকে আধুনিক ও সুন্দর হিসেবে গড়ে তুলবেন। দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের জন্য ২৪ ঘণ্টা তার দরজা খোলা থাকবে।