ঊর্ধ্বমুখী চালের বাজার, সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ স্টাফ রিপোর্টার : বেশ কিছুদিন থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়াই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাজারে দাম বেশি থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চালও সংগ্রহ করতে পারছে না সরকার। একদিকে মানুষের ভোগান্তি, অপরদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারের হাতিয়ার খাদ্য মজুত কমে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (২৬ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মন্ত্রী। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সুমন মেহেদী বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপগুলো নিয়ে মন্ত্রী (খাদ্যমন্ত্রী) সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল (রোববার) বেলা সাড়ে ১১টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই সংবাদ সম্মেলন হবে।’ গত কিছুদিন ধরে দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী। আমনের ভরা মৌসুম হলেও গরিবের মোটা চালের কেজি ৫০ টাকায় পৌঁছেছে। চাল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বাজারে চালের দাম বেশি হওয়ায় সরকারের আমন সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হতে যাচ্ছে। একই সঙ্গে কমছে সরকারি মজুতও। এই পরিস্থিতিতে বাজার সামাল দিতে আমদানিতে নেমেছে সরকার। গত বছরের তুলনায় এবার সরকারি খাদ্যশস্যের মজুত অর্ধেকে নেমেছে। খাদ্য অধিদফতরের গত ২৪ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের মোট মজুত ৭ লাখ ৪৬ হাজার ৩৫০ টন, এর মধ্যে চাল ৫ লাখ ৪২ হাজার ৬০ টন এবং গম ২ লাখ ৪ হাজার ২৯০ টন। গত বছর একই সময়ে মোট মজুদের পরিমাণ ছিল ১৩ লাখ ৮৬ হাজার ২৮০ টন, এর মধ্যে চাল ১০ লাখ ৫৯ হাজার ৬০ টন এবং গম ৩ লাখ ২৭ হাজার ২২০ টন। গত ২৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ টন সেদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে ধান চালের দাম অনেক বেশি হওয়ায় সংগ্রহ কা্র্যক্রমে কোন অগ্রগতি নেই। সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষক ও মিল মালিকরা। খাদ্য অধিদফতরের ২৩ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ৩০৬ টন ধান, ১৩ হাজার ৫৬৭ টন সেদ্ধ চাল ও ৪৪৮ টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ৬৪ উপজেলায় অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী চালের বাজার অস্থিতিশীলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে: খাদ্যমন্ত্রী থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন প্রত্যেক উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর মাস্ক না পরলেই ব্যবস্থা, নির্দেশনা ৩১ আগস্ট পর্যন্ত থাকবে ‘দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে শেখ কামালের স্বপ্ন ছিল আকাশছোঁয়া’ যাদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হলো ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল SHARES Matched Content জাতীয় বিষয়: ঊর্ধ্বমুখীখাদ্যমন্ত্রীচালের বাজারসংবাদ সম্মেলনে আসছেন