আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাপান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আমরা আগামী বছরেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। এ সংকটের সমাধান হওয়া জরুরি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকয়ে বক্তব্য দেন ইতো নাওকি। ইতো নাওকি বলেন, ‘আমাদের উচিত পরের বছর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। এজন্য জাপান সহায়তা অব্যাহত রাখবে।‘ তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’ জাপানের রাষ্ট্রদূত বলেন, `আমরা রোহিঙ্গা সংকট ইস্যুতে শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও সরকারি পর্যায়ের সরাসরি যোগাযোগ করছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মতো মিয়ানমারও জাপানের ঐতিহ্যবাহী বন্ধু হিসাবে রয়ে গেছে। উভয় দেশের সঙ্গেই আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে।’ এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ‘জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা নিক না কেন, আমরা এ সংকটের সমাধানে আমাদের মতো করে চেষ্টা করছি।’ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে নওকি বলেন, ‘আগামী ৩ থেকে ৫ বছরে বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন চিত্র আসবে। বাংলাদেশকে জাপান ক্রমবর্ধিষ্ণু সম্ভাবনা ও ভৌগলিকভাবে কৌশলগত অবস্থানের জন্য গুরুত্ব দেয়।’ ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। Share this:FacebookX Related posts: বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দেবে জাপান জাতির বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না ফেসবুকে ক্ষতিকর উপাদানে লাইক দেয়াও অপরাধ : মনিরুল শতভাগ বিদ্যুতের আলোয় ৪১০ উপজেলা দেশের ১৭ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-১৮ উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী দুর্গাপূজা উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশনা শাহজালালে কোটি টাকার ইয়াবা জব্দ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ কম্বল পাঠাতে চেয়ে ফের ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content জাতীয় বিষয়: আগামী বছরজাপানরোহিঙ্গা প্রত্যাবাসন চায়