চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে চাঁদপুর জেলাসহ আরো ৫টি জেলায় এক যোগে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পাসপোর্ট অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. ছফি উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকৌশলী লে. কর্ণেল রাইয়ান তারিক। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সুপারেন্টেন্ড মোহাম্মদ মৃদুল ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই সেবা চালু করা হবে। বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে সর্বাধুনিক এই ই-পাসপোর্ট কার্যক্রমের ফলে ই-পাসপোর্ট গ্রহীতারা ঝামেলামুক্ত ভাবে সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে এমআরপি ও ই-পাসপোর্ট কার্যক্রম চালু থাকলেও ভবিষ্যতে শুধু ই-পাসপোর্টই প্রদান করা হবে। চাঁদপুর পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সকল মেশিন, মালামাল ও সফটওয়্যার ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণও প্রদান করেছে ঢাকা থেকে বিশেষ টিম। ই-পাসপোর্টের ক্যাটাগরি হবে ৫ বছর ও ১০ বছর মেয়াদী। Share this:FacebookX Related posts: চাঁদপুরে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত নবীনগরে দুই এমপি’র আর্থিক অনুদান নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ যুবলীগকর্মী হত্যার প্রধান আসামি সোহেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনচাঁদপুরে