​নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের পিতার নামে মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। জেলা শহরের হরিনারায়নপুরস্থ ব্ল-বার্ডস স্পোটিং ক্লাবের উদ্যোগে এ টুর্ণামেন্ট আয়োজন করা হয়। টুর্ণামেন্টে স্বাগতিক নোয়াখালী ছাড়াও জেলা বিভিন্ন জেলা থেকে ১৮টি দল অংশগ্রহণ করছে।
বুধবার সন্ধ্যায় নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ বৃহত্তর নোয়াখালী জেলা সাবেক কমান্ডার মোঃ মিজানুর রহমান। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম টিম নোয়াখালী ২-১ সেট-এ পরাজিত করে বিজয়ী হয়।

টুর্ণামেন্টের সম্বয়ক আব্দুল্লা আল মামুন খান ও এমিল সাদেকীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন।