মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সাময়িক ভাবে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। এতে কমিটির সভাপতি কমান্ডার খাজা এম এ মজিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়। অভিযোগের ফলে এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

জানা যায়, চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। ইতমধ্যে মধ্যে প্রায় সাড়ে তিনশ বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরুর পর থেকেই কমিটির সভাপতি খাজা এম এ মজিদের বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের আনাগোনা দেখা যায়। নতুন ভাবে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এছাড়াও ইতমধ্যে অন্তর্ভুক্ত অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় বাহাল থাকার জন্য খাজা এম এ মজিদের সাথে অর্থ লেনদেন করতে দেখা যায় বলে অনিযোগ করা হয়।

এদিকে, ২০১৬ সাল থেকে অনলাইনে আবেদন শুরু হলে উপজেলায় ৩২৪ জন আবেদন করেন। এছাড়াও সরাসরি অফিসের গিয়েও অনেক আবেদন করেন। আবেদনকারী মুক্তিযোদ্ধারা বলেন, যেহেতু কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়ম অমান্য করে লেনদেনের অভিযোগ উঠেছে তাই তাকে বাদ দিয়ে অন্যকে এই দায়িত্ব দিয়ে আবারও শুরু কার্যক্রম করা হোক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামীতে পুনরায় এই কার্যক্রম শুরু হবে।