দ্রুত ওজন কমাতে রসুন খাবেন যেভাবে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : শরীরের ওজন কমাতে কে না চায়। ওজন কমাতে কঠোর ডায়েটের পাশাপাশি শারীরিক কসরত করতেই হয়। এছাড়াও খাবারের তালিকা থেকে বাদ যায় কার্বোহাইড্রেট। তবে যত কিছুই করুন না কেন ওজন কিছুতেই কমতে চায় না। বাড়তি ওজন সবারই দুশ্চিন্তার কারণ। তবে ঘরে থেকেই খুব সহজে ওজন কমানো যায়। এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে রসুন। ফাস্টফুড খাবার খাওয়া একেবারেই বাদ দিন। বেশি করে পুষ্টিকর খাবার এবং পানি পান করুন। রসুন কিন্তু খেতে হবে নিয়ম মেনে। চলুন জেনে নেয়া যাক ওজন কমাতে রসুন কখন, কীভাবে খাবেন- ১. রসুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ফাইবার, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন ও সোডিয়াম। ওজন কমাতে সকালে একদম খালি পেটে ২-৩টা রসুনের কোয়া কুচি করে পানি দিয়ে গিলে নিন। ২. রোজ সকালে খালিপেটে লেবুর রসের সঙ্গে এক কোয়া রসুনের রস মিশিয়ে খেলে এক সপ্তাহের মধ্যে অন্তত ২-৩ কিলো ওজন কমবে। ৩. ১ চা চামচ মধুর মধ্যে ৩-৪ কোয়া রসুন কুচি মিশিয়ে খেলেও ভালো ফল পাবেন। কয়েকদিনের মধ্যেই ভুঁড়ি কমে যাবে। ৪. ৩-৪ কোয়া রসুন থেঁতো করে, ১ চামচ রস বের করে খান, ভালো ফল মিলবে। ৫. সালাদের সঙ্গে ভেজে নেয়া রসুন খেতে পারেন। Related posts: আদা-রসুনের দামও চড়া যে ৩ ধরনের ডাল খেলে কমবে ওজন তেল ছাড়া ফ্রাইড রাইস তৈরির রেসিপি শীতে গ্রামীণ জীবন-জীবীকায় গুরুত্বপূর্ণ উপাদান খেজুর রস চুলের যত্নে কফির ব্যবহার নাক বন্ধের সমস্যা দূর করার উপায় আত্রাইয়ে ঝাঁজ ছড়াচ্ছে আদা ও রসুন : কমছে পেঁয়াজের দাম নাগরপুরে বন্যা পরিস্থিতির অবনতি ৪০-এ নেমেছে পেঁয়াজ, এখনও বাড়তি চালের দাম শরণখোলা উপজেলাজুড়ে সুপেয় পানির তীব্র সংকট নওগাঁয় সম্পত্তি লিখে নিয়ে বাবাকে দঁড়ি দিয়ে বেঁধে রেখেছে সন্তানরা চিনির চেয়ে ৩০০ গুণ মিষ্টি স্টেভিয়া চাষ করবেন যেভাবে SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দ্রুত ওজন কমাতেরসুন খাবেন যেভাবে