অর্থমন্ত্রীর বাসায় চুরি ১৮ দিন পর মামলা

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরির অভিযোগে একটি মামলা হয়েছে থানায়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বলেন, চুরি বলতে কী- গৃহকর্মী টাকা চুরি করে পালিয়েছে। অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার গুলশান থানায় ওই মামলা দায়ের করেন।

সেখানে বলা হয়, গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। এজাহারের তথ্য অনুযায়ী, সালমার বাড়ি দিনাজপুরে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ করছিলেন।

গত ১৩ ডিসেম্বর ওই বাসায় চুরির ঘটনাটি ঘটলেও মামলাটি দায়ের করা হয় তার ১৮ দিন পর। পরিদর্শক আমিনুল বলেন, অভিযোগ পাওয়ার পর সালমাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।