হালুয়াঘাটে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

এম.এ খালেক হালুয়াঘাটঃ“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই স্লোগানে”মুজিববর্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ সম্পসারিত প্রসাশনিক ভবন হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান মাহমুদুল হক সায়েম,বিশেষ অতিথি হিসাবে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)তানভীর আহমেদ, পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা,ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মামুন আল রশিদ,অফিস সহায়ক আব্দুল মালেক, স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা মুনির আহমেদ,একাডেমিক সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ইউপি চেয়ারম্যান,শিক্ষক ও হোটেল,ডেইরি র্ফাম ও ফল ব্যবসায়ী প্রমুখ।

এসময় আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন প্রয়োজন খাদ্যের নিরাপদতা নিশ্চিত করা। খাদ্যের নিরাপদতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সকল অংশীজনদের দায়িত্বপূর্ণ আচরণ করার আহবান জানানো হয়।