বাংলাদেশের জলসীমায় ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশের অভিযোগে ‘মঙ্গল চন্ডি – ৭’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে গত মঙ্গলবার (২২ডিসেম্বর) রাতে এসব গ্রেপ্তার করে। মামলা দায়ের করে বুধবার বিকালে এসব জেলেদের মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বুধবার জানান, মঙ্গলবার রাতে অভিযান চলাকালে বাংলাদেশ জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে একটি ভারতীয় ফিশিং মাছ ধরতে দেখে। এসময়ে ভারতীয় ফিশিং ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রপ্তারকৃত ট্রলার ও ১৬ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত জেলেদের বাড়ী ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এলাকায়। ট্রলার থেকে উদ্ধারকৃত মাছ মংলা মৎস্য কর্মকর্তার কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।