রেলযাত্রীদের কঠোর স্বাস্থ্যবিধি মানার তাগিদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ নিউজ ডেস্ক :করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে রেলওয়েতে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া প্রকল্প পরামর্শক নিয়োগ ও শর্ত ভঙ্গকারী ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকরণকে উৎসাহিতকরণের সুপারিশ করা হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত থাকা সত্বেও শর্তভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে উদ্ধারকৃত জমির যথাযথ ব্যবহার, বিভিন্ন প্রকল্পের পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়ন, মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। রেলওয়ের চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সময় ও ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। এসময় প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে কমিটি। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত প্রকল্পসমূহের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি, মো. শফিকুল আজম খাঁন এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন কঠোর গোপনীয়তায় কিটের মান যাচাইয়ের অনুরোধ গণস্বাস্থ্যের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর: কাদের গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করোনা মোকাবিলায় এক হয়ে লড়তে হবে, বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী দেশে করোনায় নতুন মৃত্যু ৯ আক্রান্ত ৩০৯ ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি পুলিশে করোনা আক্রান্ত ১২ হাজার ছাড়ালো একনেকে ১০ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখতে যাবার আগ্রহ প্রধানমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: কঠোরমানার তাগিদরেলযাত্রীদেরস্বাস্থ্যবিধি