কুয়াশা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি হালকা কুয়াশা পড়তে পারে।

এদিকে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৬টায় দিনের তাপমাত্রা ১৩ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৭ শতাংশ ছিল। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ৬টা ৩৮ মিনিটে।