ধোবাউড়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয় ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ শ্লোগানে থানা চত্বরে অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) চাঁদমিয়া, এস আই আব্দুল খালেক, এস আই মোরশেদ আলম, এস আই মাসুদ জামালী, আব্দুর রব প্রমুখ।

জেলা পুলিশ ময়মনসিংহ নির্দেশনায় শহীদ ও অবসরপ্রাপ্ত ৭ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক(সঃ)বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, অবঃপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান, অবঃপ্রাপ্ত এস আই(নিরস্ত্র)বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র দেবনাথ, অবঃ কনেস্টেবল বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, শহীদ কনেস্টেবল সাইদুর রহমান, শহীদ কং/শামসুদ্দিন আহম্মদ।