তেজগাঁওয়ে খুলল তিন ইউটার্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ নিউজ ডেস্ক :যানজট নিরসনে তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (২০ ডিসেম্বর) ওই তিনটি ইউটার্ন খুলে দেয় সংস্থাটি। ডিএনসিসি প্রকৌশল দফতর সূত্র জানায়, তেজগাঁও সাতরাস্তা হতে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১০টি ইউটার্ন নির্মাণ করছে ডিএনসিসি। এর মধ্যে ওই তিনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। এর আগে আরও তিনটি ইউটার্ন খুলে দিয়েছিল ডিএনসিসি। সেগুলো হলো- কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়। বাকি চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেগুলো হলো- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে। তবে প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ২৪ কোটি ৮৩ লক্ষ টাকা ছিল। তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা। ইউটার্ন চালুর বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ইউটার্নগুলো চালু করার ফলে সংশ্লিষ্ট এলাকার সড়কে যানজট কমে যাবে। মানুষের যাতায়াতের সময় বাঁচবে। তিনি বলেন, এই শহরকে সুন্দর করতেই হবে। সবগুলো ইউটার্ন চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে। Share this:FacebookX Related posts: সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে তিন মামলা আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে সীমান্ত দিয়ে হাঁস-মুরগি প্রবেশরোধে তিন মন্ত্রণালয়কে চিঠি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: ইউটার্নখুললতিনতেজগাঁওয়ে