চোখে ময়লা গেলে যা করবেন, যা করবেন না প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ লাইফস্টাইল ডেস্ক :চোখ মানবদেহের সবচেয়ে সংবেদনশীল একটি অঙ্গ। চোখে সমস্যা হলে পুরো পৃথিবীটাই যেন অন্ধকার। কেননা চোখে সামান্য পরিমাণ ময়লা ঢুকলে বিশাল পাথরের মতো মনে হয়। চোখের এসব ময়লা থেকে বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই চোখে ময়লা ঢুকলে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে- যা করবেন ১. চোখের মাঝে পানির হালকা ঝাপটা দিতে থাকুন। ২. বারবার চোখের পলক ফেলুন। ৩. আক্রান্ত চোখের পাতার পাপড়ির প্রান্তটি ধরে ওই পাতাটিকে উপরের দিকে ওঠান। ৪. এরপর চোখে ময়লা খুঁজে পেলে পরিচ্ছন্ন রুমালের কোণা দিয়ে সতর্কতার সঙ্গে হালকাভাবে বের করে আনুন। ৫. আক্রান্ত চোখের উপরের পাতাকে পাপড়ির প্রান্ত থেকে ধরে নিচের পাপড়ির উপর উঠিয়ে ছেড়ে দিন। যা করবেন না ১. কখনোই চোখ জোরে জোরে ডলবেন না বা ঘঁষবেন না। ২. ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না। ৩. প্রয়োজনে সাবান ও পানি ফিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। ৪. বড় কোনো বস্তু বা চোখের মধ্যে গেঁথে থাকা কিছু নিজে বের করার চেষ্টা করবেন না। ৫. শক্ত কিছুর সাহায্যে চোখ থেকে ময়লা বের করার চেষ্টা করবেন না। Related posts: নওগাঁয় ছোট যমুনার ধারে ময়লা-আবর্জনা দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ গৌরীপুরে ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৩ তম চক্ষু শিবির গৌরীপুরে দিন মজুর দৃষ্টিহীন স্বামীর চোখের চিকিৎসার জন্য স্ত্রী’র আর্তি হালুয়াঘাট পৌরশহরকে আলোকিত করেছেন মেয়র খায়রুল আলম ভূঞা গৌরীপুরের কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডা. মুকতাদির পাচ্ছেন স্বাধীনতা পদক উন্মুক্ত স্থানে ময়লা ফেললেই জরিমানা : মেয়র তাপস খালি চোখে সূর্যগ্রহণ দেখে স্বাভাবিক দৃষ্টিশক্তি হারালেন অন্তত ১৫ জন কিশোর-কিশোরী নিজেদের ‘নতুন ফেরা’ উদযাপন করলো বার্সেলোনা করোনা সন্দেহ হলে কী করবেন? যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি নিজেই রোগী হয়ে বসেছে আত্রাইয়ে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঢেঁকি শিল্প বাতাস দিয়ে খাদ্য তৈরি করছেন বিজ্ঞানীরা SHARES Matched Content লাইফস্টাইল বিষয়: করবেনগেলেচোখেনাময়লাযাযা করবেন