হালুয়াঘাটে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সাংসদ জুয়েল আরেং উপস্থিত থেকে ৮৭ টি গির্জায় ২২.৩৮৩ টাকা করে সর্বমোট ১৯.৪৭৩২১ চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আলাল উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম,৫ নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,জুগলি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুল ইসলাম,নড়াইল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।