প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : তারেকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বাদী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে রবিবার আদেশ দেবেন বলে জানান। মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা আফজাল হোসেন, মুজিবুর রহমান, আব্দুল করিম, দিদারুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল হালীম, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ, মো. মজিবুর রহমান শেকু। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহের জন্য মিরপুর-১ নম্বরে মুক্তি প্লাজার অফিসে যায়। অফিসে বাদী না থাকায় তার অফিস স্টাফদের জিজ্ঞেস করে তার বস কোথায় এবং বাদীর বাসার ঠিকানা দেয়ার জন্য অফিসের স্টাফদের বলে আসামিরা। বাসার ঠিকানা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা স্টাফদের বলে, ‘তার সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া আছে। তার বাসা হাতিরঝিল প্রজেক্ট এলাকায়। তবে বাসার ঠিকানা জানি না। আমরা তাকে ধরে আনতে গিয়াছিলাম কিন্তু পেলাম না। তোরাও ঠিকানা দিলি না। তবে তোর বসকে বলে দিবি আমাদের বিরুদ্ধে গত ১০ তারিখ যে মামলা করেছে সে মামলাসহ আমাদের মা বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো মামলা আছে আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আবার আমরা তার এলাকায় গিয়ে ওর ঠিকানা খুঁজে বের করে ওর বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দেব।’ মামলার বাদী এবি সিদ্দিকী বলেন, মামলার আসামিরা সবাই তারেক রহমানের গুন্ডা বাহিনী। তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছে। তারা আমাকে ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। Share this:FacebookX Related posts: পূর্ণাঙ্গ রায়ে প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রশংসা আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী একুশে পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা সাংবাদিক আরিফুলের মৃত বাবাকেও সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত মাজেদের সঙ্গে সাক্ষাৎ করতে স্বজনরা কারাগারে, ১০ জল্লাদ প্রস্তুত টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরেক মামলা ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডের রায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে ১০০ বিচারক মাদারীপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি SHARES Matched Content আইন আদালত বিষয়: তারেকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাপ্রধানমন্ত্রীহত্যার হুমকি