নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সীমিত আকারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

সামজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে প্রথমে স্মৃতিস্তম্ভে পু®পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ, আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পাটি, নওগাঁ জেলা প্রেন্সক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ , নওগাঁ সাহিত্য পরিষদ, জহির রায়হান চলচিত্র সংসদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।