হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালন

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

এম.এ খালেক হালুয়াঘাট : আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন। মহান বিজয় দিবসের দ্বিতীয় প্রহরে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, হালুয়াঘাট কর্তৃক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্পসারিত প্রশাসনিক ভবন এর প্রাঙ্গণে কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। প্রথমেই উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি সর্বসাধারণ জাতির মহান শহীদদের অকৃত্রিম ভালবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উিপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার(ভূমি) তানভির আহমেদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন