যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় পাইপ লাইন মেরামত কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোডসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন জরুরিভাবে মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকেল ৪টার পর থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।