ভ্যাকসিন নিয়ে কেউ যেন বাণিজ্য করতে না পারে

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

অনলাইন ডেস্ক : ভ্যাকসিন নিয়ে যেন কেউ বাণিজ্য করতে না পারে এই বিষ‌য়ে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শ‌নিবার (১২ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তি‌নি এ আহ্বান জানান।

জিএম কাদের ব‌লেন, ‘করোনা প্রতিরোধে ৩ কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। করোনার ভ্যাকসিন প্রত্যেককে দুটি করে ডোজ দিতে হয়। তাই তিন কোটি ভ্যাকসিন তিন কোটি মানুষ পাবে, না দেড় কোটি মানুষ তিন কোটি ভ্যাকসিন পাবে, তা পারিষ্কার নয়। বাকি ১৪ থেকে ১৫ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা হবে কি না, দেশের মানুষ জানতে চায়।’

জাপা চেয়ারম‌্যান ব‌লেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিন কিনতে পারবে না। সাধারণ মানুষকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আবার নকল ভ্যাকসিনে যেন দেশ সয়লাব না হয়, সে ব‌্যাপারেও সতর্ক থাকতে হবে।’

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহীম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান মেজর.(অব.) আব্দুস সালাম, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মাখন সরকার, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।