পোশাকখাতে প্রণোদনা বাড়ানো কথা ভাবছে সরকার

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
পোশাকখাতে প্রণোদনা বাড়ানো কথা ভাবছে সরকার

অনলাইন ডেস্ক : বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পোশাকখাতে প্রণোদনা বাড়ানোর কথা পুনর্বিবেচনা করছে সরকার।শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘Go Human, Go Green’ ​​শীর্ষক উদ্যোগে এর সাতটি প্রতিশ্রুতি চালু করার জন্য আয়োজিত একটি ভার্চুয়াল প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা মহামারির প্রথমওয়েবে পোশাকখাত রক্ষায় সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। এখন দ্বিতীয় ওয়েব শুরু হওয়ায় দেশের ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে সরকার নতুন প্যাকজ চালুর পুনর্বিবেচনা করছে। পরিস্থিতি বিবেচনা করে বিশেষত পোশাকখাতের জন্য দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ চালুর কথা ভাবছে সরকার।

মন্ত্রী আরো বলেন, আর্থিক সহায়তা চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিতে অর্থ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছি।’

দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ এই সেক্টরকে টেকসই, মানবসম্পদমুখী ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে সাতটি প্রতিশ্রুতি নিয়ে নতুন উদ্যোগ চালু করেছে।

মন্ত্রী আরও বলেন, সরকার প্রণোদনা প্যাকেজের প্রয়োজনীয়তা বিবেচনা করছে। জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান পোশাক খাতকে বাঁচতে সহায়তা করার জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় বিতরণ করা তহবিলের জন্য ইতিমধ্যে বিতরণ করা তহবিলের পেব্যাক পিরিয়ডের মেয়াদ বাড়ানোর বিবেচনার প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন।

এই ভার্চুয়াল প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ প্রমুখ।