জেলার শ্রেষ্ঠ চান্দের সাটিয়া প্রাইমারী স্কুলে জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ; ২০১৯ সনে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ স্কুল গৌরীপুরের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী। এ পরীক্ষায় স্কুলের ৩০জন পরীক্ষার্থীর মাঝে উত্তীর্ণ হয়েছে ২৮জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্থানীয় কয়েকজন শিক্ষক জানান, প্রতিবছর অন্যান্য স্কুলের চেয়ে ফলাফলে অনেক পিছিয়ে থাকে চান্দের সাটিয়া প্রাইমারী স্কুল। অথচ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বাছাইয়ে ক্যাটাগড়ি অনুসরণ না করেই লটারির মাধ্যমে এ স্কুলটিকে উপজেলায় শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে জেলা পর্যায়ে এ স্কুলটিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। তারা আরো বলেন, শুধু মাত্র উপকরণের উপর ভিত্তি করে একটি স্কুলের শ্রেষ্ঠত্ব মূল্যায়ন হতে পারে না। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি বিধু ভূষণ দাস ও পিটিএ কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবুল এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে ২০১৯ সনে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় ৬৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হওয়ায় উপজেলায় সেরা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। Share this:FacebookX Related posts: নেত্রকোনায় প্যাকেজ বই ক্রয় বাধ্যতামূলক মদনে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা : পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ হালুয়াঘাটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাঁধাগ্রস্থ করতে অভিনব কৌশল পড়া না পাড়ায় শিক্ষিকার ডাস্টারের আঘাতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হাসপাতালে শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা রাখছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয় গৌরীপুরে ইউএনও ও শিক্ষা অফিসারের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ ঘোষণা গৌরীপুরে সাড়ে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থীকে বিস্কুট বিতরণ ভালুকায় জিপিএ ৫ পেয়েছে শিক্ষক কন্যা রিদি হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো শিক্ষা বৃত্তি, উপকরণ ও বাইসাইকেল গৌরীপুরে এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৫১ শিক্ষার্থী গৌরীপুরে অধ্যক্ষের গাফিলতির কারণে ফেরত গেলো প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা ঈশ্বরগঞ্জে বাড়িতে গিয়ে বই বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: কোন শিক্ষার্থীচান্দের সাটিয়া প্রাইমারী স্কুলজিপিএ-৫ পায়নিজেলার শ্রেষ্ঠ