যশোররের মেয়ে প্রেমের টানে মির্জাগঞ্জে

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: প্রেমের টানে শত মাইল পাড়ি দিয়ে মির্জাগঞ্জে এসেছেন যশোরের মেয়ে মোসাঃ সামিয়া খাতুন (১৫) । যশোরের এই মেয়ে ২৯ নভেম্বর উপজেলার দেউলি-সুবিদখালি ইউনিয়নের মোঃ জব্বার শিকদারের ছেলে মোঃ আমিনুল শিকদার (২৩)বাড়িতে আসেন।

সামিয়া খাতুন যশোর জেলার মনিরাম পুর থানার মোঃ খালেক গাজীর মেয়ে হেলানচি কৃষ্ণবাটি বালিকা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ।

সামিয়া খাতুন বলেন, আমিনুর শিকদার তাদের এলাকায় টিউবওয়েল এর কাজে গেলে তার সাথে পরিচয় হয়। একে অপরকে পছন্দ করলে মোবাইল ফোনে তাদের সাথে তিন মাস কথা হয়।এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আমিনুল সিকদার তাকে মির্জাগঞ্জে নিয়ে আসতে চাইলে পরিবারের কারো কাছে কিছু না বলেই মির্জাগঞ্জে চলে আসেন বলে জানান।

আমিনুর শিকদারের বাবা মো: জব্বার শিকদার বলেন, ছেলে ও মেয়ের যেহেতু একে আপরের পছন্দের বিয়েতে আমার কোন বাধা নেই। তবে মেয়ের আত্মীয় স্বজনরা আসলে মির্জাগঞ্জ থানায় যোগাযোগ করে আইন অনুযায়ী বিবাহর কাজ সম্পন্ন হবে।

মুঠোফোনে সামিয়া খাতুনের মা জানান, তার মেয়ে বাড়ী থেকে না বলে কোথায় চলে গেছেন তিনি জানে না। মিডিয়ার মাধ্যমে এখন জানতে পারেন। এখন যে কোন একটা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মেয়ে ও ছেলের গার্ডিয়ান ডেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।