করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ২৮ লাখ ছাড়াল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ নিউজ ডেস্ক :গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেখা দিলেও গত মার্চ থেকেই দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ ১০ মাসে (মার্চ-ডিসেম্বর) দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ছাড়াল। প্রথমদিকে সীমিত পরিসরে শুধুমাত্র স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ল্যাবরেটরির সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ চার হাজার ১৭৪টি। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ১৯৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৩ জন। মৃত ৩৮ জনের মধ্যে একজন বাদে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে। Share this:FacebookX Related posts: দেশে করোনা আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়াল কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা করোনা মোকাবিলায় এক হয়ে লড়তে হবে, বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী করোনা : আর নয় বুলেটিন কাল থেকে প্রেস বিজ্ঞপ্তি করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ SHARES Matched Content জাতীয় বিষয়: ২৮করোনাছাড়ালনমুনাপরীক্ষালাখশনাক্তে