মাশরাফি কি এখনই ম্যাচ খেলতে পারবেন? যা বললেন বিসিবি ট্রেনার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ স্পোর্টস ডেস্ক :মাশরাফি বিন মর্তুজা মাঠে ফিরতে মুখিয়ে আছেন। রানিংয়ের পাশাপাশি বোলিংও শুরু করেছেন। মানে করোনার পর শারীরিক দুর্বলতা কাটিয়েও উঠেছেন অনেকটা। তারপরও বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদারের ধারণা, এখনও ম্যাচ ফিটনেস আসেনি মাশরাফির। তুষারের ব্যাখ্যা, ‘আসলে ও ওর মত করে অনুশীলন করেছে করোনার পর। এখন ও ওজন কমিয়ে একটা অবস্থায় আসতে চায়। এ ব্যাপারে আমি সাহায্য করছি। ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি। ও এমনিতে বল করেছে শুধু।’ তবে অনুশীলন করতে করতেই ফিটনেসটা সন্তোষজনক অবস্থায় আসবে, মনে করেন তুষার। তার কথা, ‘যেভাবে অনুশীলন করছে, এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে।’ কবে নাগাদ মাঠে ফিরবেন মাশরাফি? এ প্রশ্নর জবাবে তুষার জানান, ‘এটা আসলে বলা কঠিন। এখনো সে ফিজিক্যাল কোনো টেস্ট দেয়নি। ও করোনা কাটিয়ে এসেছে, তাই তার ব্যাপারে বলাটা কঠিন।’ বিসিবি ট্রেনার যোগ করেন, ‘৪ ওভার বল করেছে ফুল রানআপে। ওর ইচ্ছের উপরই। ও চেয়েছে তাই আমরা সাহায্য করছি।’ মাশরাফির বর্তমান ওজন পরিষ্কার বলতে না পারলেও তুষারের অনুমান, ‘এই মুহূর্তে কত জানি না। ৮৪ কেজির মত। আরও কমাবে।’ মাশরাফির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে তুষার একদম শেষ করেন এভাবে, ‘ফিটনেসের ব্যাপারটা আসলে মাশরাফির নিজের কাছেই। সে অন্যরকম। সে অনেক কিছুই করতে পারে। এখন তার সিদ্ধান্ত, সে খেলতে চাইলে খেলবে। ৪ ওভার বোলিংয়ের ব্যাপার। এই কম ওভার যদি ও ম্যানেজ করতে পারে ম্যাচ ফিটনেসে, এটা তার ব্যাপার।’ Share this:FacebookX Related posts: স্টোকসের আশা কি ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস, কোচ বললেন বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেব মাহমুদউল্লাহদের পাশে থাকতে পাকিস্তানে যাবেন বিসিবি সভাপতি করোনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স দিলেন মাশরাফি ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং, টেনিস দুনিয়ায় তোলপাড় ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন নাইটক্লাবে আটক হয়ে যা বললেন হৃতিকের সাবেক স্ত্রী স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে SHARES Matched Content খেলাধুলা বিষয়: এখনইকিখেলতে পারবেন?ট্রেনারবললেনবিসিবিমাশরাফিম্যাচযা