দুর্গম এই দ্বীপরাষ্ট্রেও অবশেষে করোনার হানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর প্রায় ১১ মাস পর দুর্গম দ্বীপরাষ্ট্র সামোয়ায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। সামাজিক দূরত্ব, লকডাউন জারিসহ নানা ধরনের বিধিনিষেধ ও পদক্ষেপ গ্রহণের পরও বহু দেশ বৈশ্বিক আতঙ্ক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে না পারলেও এতদিন নিরাপদ ছিল প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। গার্ডিয়ান জানাচ্ছে, প্রথমবারের মতো ওই দ্বীপরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিটি স্থানীয়ভাবে এই রোগে সংক্রমিত হননি। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তার দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। সামোয়া প্রথম কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৭০ বছর। সামোয়ার বয়োজ্যেষ্ঠ এই নাগরিক গত ১৩ নভেম্বর বিশেষ একটি ফ্লাইটে সস্ত্রীক অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সামোয়ার রাজধানী আপিয়ায় ফেরেন। সামোয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান নির্বাহী ডা. টাকে নাসেরি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই ফ্লাইটের ২৭৪ যাত্রীর সবার করোনা পরীক্ষার পর একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’ নাসেরি আরও জানান, ‘সত্তোর্ধ্ব ওই ব্যক্তি ও তার স্ত্রীকে সম্পূর্ণরুপে করোনার জন্য প্রস্তুত রাখা একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে করোনায় পরীক্ষায় আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীর ফল এসেছে নেগেটিভ।’ তবে এই মুহূর্তে জ্বর, কাঁশি কিংবা নিউমোনিয়া ও ফ্লুর মতো ভাইরাসজনিত রোগের মতো কোনো ধরনের উপসর্গ না থাকলেও আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন ডা. টাকে নাসেরি। এসএ/জেআইএম করোনাভাইরাস Share this:FacebookX Related posts: করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনার ১৪টি ভ্যাকসিন শনাক্ত করেছে হোয়াইট হাউস করোনার দ্বিতীয় ঢেউ ইউরোপে করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলছে তাজমহল করোনার কালো থাবায় কন্যা শিশুরা ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকাকরণ মহড়া ভারতে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অবশেষেএইকরোনারদুর্গমদ্বীপরাষ্ট্রেওহানা