দুর্গম এই দ্বীপরাষ্ট্রেও অবশেষে করোনার হানা প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর প্রায় ১১ মাস পর দুর্গম দ্বীপরাষ্ট্র সামোয়ায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। সামাজিক দূরত্ব, লকডাউন জারিসহ নানা ধরনের বিধিনিষেধ ও পদক্ষেপ গ্রহণের পরও বহু দেশ বৈশ্বিক আতঙ্ক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে না পারলেও এতদিন নিরাপদ ছিল প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। গার্ডিয়ান জানাচ্ছে, প্রথমবারের মতো ওই দ্বীপরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিটি স্থানীয়ভাবে এই রোগে সংক্রমিত হননি। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তার দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। সামোয়া প্রথম কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৭০ বছর। সামোয়ার বয়োজ্যেষ্ঠ এই নাগরিক গত ১৩ নভেম্বর বিশেষ একটি ফ্লাইটে সস্ত্রীক অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সামোয়ার রাজধানী আপিয়ায় ফেরেন। সামোয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান নির্বাহী ডা. টাকে নাসেরি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই ফ্লাইটের ২৭৪ যাত্রীর সবার করোনা পরীক্ষার পর একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’ নাসেরি আরও জানান, ‘সত্তোর্ধ্ব ওই ব্যক্তি ও তার স্ত্রীকে সম্পূর্ণরুপে করোনার জন্য প্রস্তুত রাখা একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে করোনায় পরীক্ষায় আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীর ফল এসেছে নেগেটিভ।’ তবে এই মুহূর্তে জ্বর, কাঁশি কিংবা নিউমোনিয়া ও ফ্লুর মতো ভাইরাসজনিত রোগের মতো কোনো ধরনের উপসর্গ না থাকলেও আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন ডা. টাকে নাসেরি। এসএ/জেআইএম করোনাভাইরাস Related posts: করোনাভাইরাস : ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ ৯৯ প্রতিষ্ঠানের ৩৭৮ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত ইতালিতে মৃত্যুর মিছিলে আরও ৯৬৯ জন আবার লকডাউনের কবলে পড়তে পারে দেশ! ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু, অবরুদ্ধ দেড় কোটি করোনায় ৮৮৫০২ জনের প্রাণহানী বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার হানা করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই ‘দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ অন্যদের শিক্ষা দিতে পারে’ ভবিষ্যৎ বিপর্যয় মোকাবেলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে টানা তিনদিনে সংক্রমণের রেকর্ড করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক পেল যুক্তরাষ্ট্র! SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অবশেষেএইকরোনারদুর্গমদ্বীপরাষ্ট্রেওহানা